হামাস-ইসরায়েল সংঘাত শুরুর পরপরই গাজা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। তবে বর্তমানে সব ধরনের জ্বালানি প্রায় শেষ হয়ে আসায় অবরুদ্ধ অঞ্চলটি অন্ধকারে নিমজ্জিত হয়েছে। ধসে পড়েছে গাজার অভ্যন্তরীণ এবং বাইরের সঙ্গে সব ধরনের যোগাযোগ ব্যবস্থাও। এই পরিস্থিতিতে অঞ্চলটিতে বিমান হামলা আরও তীব্র করেছে ইসরায়েল। এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪১৫ জনে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, গণহত্যার উদ্দেশ্য চালিত ইসরায়েলি আগ্রাসনের ফলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবর অনুসারে—গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪১৫ জনে। আহত হয়েছেন আরও অন্তত ২০ হাজার ৫০০ জন।