এখনও আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশের অনুমতি পায়নি বিএনপি। কিন্তু তার আগে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছে দলের হাজারো নেতাকর্মী। তবে এদের বেশিরভাগই ঢাকার বাইরে থেকে এসেছেন। নানা কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা রাজধানীতে প্রবেশ করছেন।
শুক্রবার (২৭ অক্টোবর ) বেলা সাড়ে ৩টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সরেজমিনে দেখা যায়, রাজধানীর বাইরে থেকে আসা নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে মিছিল ও বিভিন্ন স্লোগান দিচ্ছেন। যদিও জুমার নামাজের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে নয়াপল্টন কার্যালয়ে সামনে নেতাকর্মীদের জড়ো না হতে মাইকিং করা হয়। দলের শীর্ষ নেতার না সত্ত্বেও বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে নয়াপল্টনে এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে।
আগামীকালের এ মহাসমাবেশ যোগ দিতে ঢাকায় এসেছেন সিলেটের হাটখোলা ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে ঢাকায় প্রবেশ করেন ৫০ ঊর্ধ্ব এ বিএনপি নেতা।