কম বয়সে অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়ছেন? কোন খাবারগুলি বেশি খাচ্ছেন বলেই হচ্ছে এমন?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩, ১৫:৫৮

শরীরের চনমনে ভাব বজায় রাখতে স্বাস্থ‍্যকর খাবার খাওয়ার কোনও বিকল্প নেই। ব্যস্ততম জীবনে ক্লান্তি যেন নিত‍্যসঙ্গী। অফিস, বাড়ি, ব‍্যক্তিগত কাজকর্ম— সব সামলে ক্লান্ত হয়ে পড়া স্বাভাবিক। তবে কাজের গুণমান বজায় রাখতে চনমনে থাকা জরুরি। নিজেকে চাঙ্গা রাখতে কিছু খাবার খাওয়ার কথা বলে থাকেন পুষ্টিবিদেরা। তেমনই কিছু খাবার রয়েছে, যেগুলি খেলে আবার ক্লান্তি জাঁকিয়ে বসতে পারে শরীরে। ফিট থাকতে তো বটেই, সেই সঙ্গে ভিতর থেকে চনমনে থাকতে আবার কিছু খাবার এড়িয়ে চলা জরুরি। কয়েকটি খাবার শরীরে ক্লান্তি দূর করার চেয়ে বাড়িয়ে দিতে পারে। রইল তেমন কয়েকটি খাবারের তালিকা।


চিনি


সাময়িক ভাবে শক্তি জোগালেও পরবর্তীতে শরীরে এর বিরূপ প্রভাব পড়ে। তাই যখন শরীর ক্লান্ত বা দুর্বল লাগছে সেই সময়ে আইসক্রিম, পেস্ট্রির মতো চিনিতে ভরা খাবার এড়িয়ে চলুন।


সোডা জাতীয় পানীয়


গলা ভেজাতে সোডা জাতীয় পানীয় বেশ জনপ্রিয়। কিন্তু এই ধরনের রঙিন পানীয় খাওয়ার প্রবণতায় শরীরে ক্ষতি বই লাভ হয় না। এগুলি প্রাথমিক ভাবে ক্লান্তিনাশক মনে হলেও আসলে এই জাতীয় পানীয় সবচেয়ে বেশি ক্লান্তিকর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us