জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার মাছিল সীমান্তের কাছে আধাসামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জারসের সৈন্যরা বিনা উসকানিতে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফের ওপর গুলি চালিয়েছে। এমনটাই দাবি করেছে ভারত। বিএসএফের কর্মকর্তারা বলেছেন, বিএসএফ জওয়ানরাও পাকিস্তানি বাহিনীকে উপযুক্ত জবাব দিয়েছে। এ ছাড়া একই এলাকায় বিএসএফ পাঁচ বন্দুকধারীকেও হত্যা করেছে।
বিএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান রেঞ্জারসের সদস্যরা কুপওয়ারা জেলার মাছিল সেক্টরের সীমান্তে বিএসএফ সদস্যদের ওপর গুলি চালায়। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টার দিকে পাকিস্তান রেঞ্জারসের সদস্যরা প্রথম গুলি শুরু করে। পরে বিএসএফ জওয়ানেরাও উপযুক্ত জবাব দিয়েছে।