২৭ অক্টোবর ১৯৮০
নেটওয়ার্কে প্রথম বড় বিপর্যয়, চার ঘণ্টা বন্ধ ছিল অ্যারপানেট
আধুনিক ইন্টারনেটের পূর্বসূরি অ্যারপানেটের নেটওয়ার্ক প্রথমবারের মতো বিপর্যয়ের শিকার হয়। এই নেটওয়ার্ক স্থাপন করেছিল যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (ড্যারপা)। শুরুতে অ্যারপানেট ক্যালিফোর্নিয়া ইউটাহ অঙ্গরাজ্যের চারটি স্থানের মধ্যে সংযুক্ত ছিল। পরে দেশব্যাপী বিভন্ন গবেষণা কেন্দ্রের সংযোগে এটি সম্প্রসারিত হয়। ত্রুটি শনাক্ত করার একটি অপ্রয়োজনীয় কোডের (প্রোগ্রামিং সংকেত) কারণে এই বিপর্যয় ঘটে। দেশব্যাপী ছড়িয়ে থাকা পুরো নেটওয়ার্ক চার ঘণ্টা বন্ধ থাকে।
২৭ অক্টোবর ১৯৯৪
ইন্টারনেটে প্রথম ব্যানার বিজ্ঞাপন
হটওয়্যারড ডটকম নামের একটি প্রতিষ্ঠান মার্কিন টেলিযোগাযোগ এটিঅ্যান্ডটির কাছে ইন্টারনেটের জন্য প্রথম ব্যানার বিজ্ঞাপন বিক্রি করে। আয়তাকার এই ব্যানার অ্যাডে অ্যানিমেশন যুক্ত ছিল। এটিতে ক্লিক করার নির্দেশনাও ছিল। সেই সময় প্রায় ৪৪ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী এই বিজ্ঞাপনে ক্লিক করেছিল। বিজ্ঞাপনশিল্পে এটি দারুণ সাড়া ফেলে এবং অনলাইন বিজ্ঞাপনে নতুন ধারা তৈরি করে।