রেস্তরাঁয় বসে শিশু যদি চেঁচামেচি করে, তবে অতিরিক্ত কর দিতে হবে মা-বাবাকে
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩, ১১:৪৪
চিৎকার, রাগারাগি, কান্নাকাটি না হওয়া পর্যন্ত খুদেকে দিয়ে কোনও কাজ সুষ্ঠু ভাবে করানো যায় না। এমনকি, বাড়ির বাইরে কোথাও গেলে সেখানেও এমন অভব্য আচরণ করে বহু খুদে। যেখানে-সেখানে বিপদে পড়তে হয় অভিভাবকদের। রেস্তরাঁয় খেতে এসে খুদেরা এমন অভব্য আচরণ করলেই অতিরিক্ত ‘অ্যাডাল্ট সারচার্জ’ দিতে হবে অভিভাবকদের। এমন নিয়ম চালু করল আমেরিকার একটি রেস্তরাঁ।
আমেরিকার আটলান্টার ব্লু রিজ মাউন্টেন এলাকার টোকোয়া রিভারসাইড রেস্তরাঁর মেনুকার্ডের ছবি ঘুরছে সমাজমাধ্যমে। রেস্তঁরায় এসে সেখানকার জিনিসপত্রের ক্ষতি কিংবা অন্যদের বিরক্ত করলে সেই শিশুটির মা-বাবাকে সন্তানকে মানুষ করতে না পারার মূল্য চোকাতে হবে। রেস্তরাঁয় খেতে আসা সকলের উদ্দেশেই মে়নুকার্ডে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল থাকার। রেস্তরাঁর সম্পত্তি এবং কর্মচারীদের প্রতিও ভদ্র আচরণ করার। না হলে রেস্তরাঁয় এসে কোনও সুবিধাই পাওয়া যাবে না। এতেও যদি সুবিধা না হয়, সে ক্ষেত্রে মোট বিলের ২০ শতাংশ অতিরিক্ত কর ধার্য করা হবে। সঠিক ভাবে সন্তানকে মানুষ করতে না পারলে এই অতিরিক্ত মূল্য দিতে হবে বলে জানিয়েছেন তাঁরা।