ইতিহাসের এই দিনে: এড়ানো গেল পারমাণবিক যুদ্ধ

প্রথম আলো প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩, ১১:০৭

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৭ অক্টোবর। চলুন দেখি, বিশ্বে এই দিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।


এড়ানো গেল পারমাণবিক যুদ্ধ


সময়টা ১৯৬২ সালের ২৭ অক্টোবর। যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধ তখন তুঙ্গে। কিউবাকে ঘিরে মুখোমুখি দুই পক্ষ। পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হয়েছে। দুই পরাশক্তির মধ্যে পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় ভুগছে বিশ্ববাসী। ইতিহাসে এই পরিস্থিতি কিউবার ক্ষেপণাস্ত্র সংকট নামে পরিচিত। ওই বছরের ২৭ অক্টোবর সোভিয়েত নৌ কর্মকর্তা ভাসিলি আরখিপোভ মার্কিন যুদ্ধজাহাজে পারমাণবিক বোমা ছুড়তে অস্বীকৃতি জানান। এর মধ্য দিয়ে সোভিয়েত-মার্কিন পারমাণবিক যুদ্ধ এড়ানো যায়। বিশ্ববাসী দুই দশকের কম সময়ের মধ্যে আরেকটি পারমাণবিক ভয়াবহতার মুখোমুখি হওয়া থেকে বেঁচে যায়।


অস্কারে নতুন কীর্তি


২০১৯ সালের ২৭ অক্টোবর অস্কারে আজীবন সম্মাননা পান অভিনেতা ওয়েস স্টুডি। চলচ্চিত্রজগতে অসামান্য অবদানের জন্য তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। এর মধ্য দিয়ে নতুন একটি কীর্তি গড়ে ওঠে। প্রথম আদিবাসী আমেরিকান অভিনেতা হিসেবে তিনি এ সম্মান পান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us