তিন মিনিটের ম্যাজিক

দেশ রূপান্তর প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩, ০৯:৪৩

চলাচলের দীর্ঘ ভোগান্তির অবসান হবে, তিন মিনিটের ম্যাজিকে পাড়ি দেওয়া যাবে কর্ণফুলী নদী। এ নদীর তলদেশে ৩ দশমিক ৩১ কিলোমিটারের টানেল চট্টগ্রাম শহরাঞ্চলের সঙ্গে যুক্ত করেছে আনোয়ারা উপজেলাকে। এতে চট্টগ্রাম-আনোয়ারা যোগাযোগ সহজতর হয়েছে। ভবিষ্যতে এটি চট্টগ্রাম অঞ্চলের এবং দেশের অর্থনৈতিক কর্মকান্ডের বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখবে। টানেলসহ প্রকল্পের মূল দৈর্ঘ্য ৯ দশমিক ৩৯ কিলোমিটার। প্রকল্প বাস্তবায়নে খরচ হয়েছে ১০ হাজার ৬৮৯ কোটি ৭১ লাখ টাকা।


গতকাল বৃহস্পতিবার দক্ষিণ এশিয়ার প্রথম ‘রোড টানেল’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বাসে করে পার হয় দেশ রূপান্তরের প্রতিবেদক। তখন দেখা গেছে, ২৮ অক্টোবর টানেলের উদ্বোধন উপলক্ষে সাজানো হয়েছে পুরো প্রকল্প এলাকা। সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ও সেতু কর্তৃপক্ষের (বিবিএ) প্রকৌশলীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন অনুষ্ঠানের প্রস্তুতিমূলক কার্যক্রমের তদারকি করতে কিছুক্ষণ পরপর গাড়িতে চড়ে টানেল পাড়ি দিচ্ছেন। তাদের তিন মিনিটে টানেল পাড়ি দিতে দেখা গেছে। আর সাংবাদিকদের বহন করা বাসটি ছবি ও ভিডিও ধারণের সুবিধার্ধে ধীরগতিতে চলেছে। তাদের গাড়ি গতকাল দুপুর ১টা ৩১ মিনিটে টানেলে ঢুকে ১টা ৩৮ মিনিটে অর্থাৎ ৭ মিনিটে আনোয়ারা প্রান্তে পৌঁছায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us