পুরোপুরি বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার। প্রথম ইউনিটের সফল উৎপাদন শুরুর পর সম্প্রতি দ্বিতীয় ইউনিটও বাণিজ্যিক উৎপাদন শুরু করে। এর মধ্যে দিয়ে ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার বাঁশখালীর এই কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রটি জাতীয় গ্রিডের চাহিদা অনুসারে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করছে।
দেশের বেসরকারি মালিকানাধীন সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার। প্রথম ইউনিটের পর গত ২২ অক্টোবর সকাল ৬টা ১৮ মিনিট থেকে দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। বাণিজ্যিক উৎপাদন শুরুর আগে ১৯ অক্টোবর সরেজমিনে প্ল্যান্ট পরিদর্শন করেন পিডিবির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। এই প্রতিনিধিদলে ছিলেন পিডিবি ঢাকার প্রধান প্রকৌশলী এ বি এম জিয়াউল হক, কোল পাওয়ার জেনারেশনের পরিচালক রুকন উদ্দিন, একই সংস্থার উপপরিচালক নাজমুল হক, পিডিবির উপসচিব (কোম্পানি অ্যাফেয়ার্স) নাজমুল হুদা, পিডিবি ঢাকার সাবডিভিশনাল ইঞ্জিনিয়ার (এনার্জি অডিটিং) তামিম খান, ডিরেক্টরেট অব কোল পাওয়ার জেনারেশনের (ডিসিপিজি) সহকারী প্রকৌশলী সানজিদা পারভিন, পিডিবি ঢাকার পরিচালক (ডিজাইন অ্যান্ড ইন্সপেকশন-২) মো. শহীদুল ইসলাম, পিডিবি ঢাকার এনার্জি অডিটিং ইউনিটের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার মো. সোহেল হোসাইন সেরাজী ও অন্যান্যরা।