২৮ অক্টোবরকে ঘিরে সৃষ্ট চলমান রাজনৈতিক অস্থিরতা কেন্দ্র করে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। শেয়ার বিক্রির চাপে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৫ পয়েন্ট।
সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। সোমবার ও বুধবার দুই কর্মদিবস উত্থানের পর বৃহস্পতিবার পুঁজিবাজারে দরপতন হলো।
নাম না প্রকাশের শর্তে ডিএসইর একাধিক পরিচালক ঢাকা পোস্টকে বলেন, ২৮ অক্টোবর রাজধানীতে পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্রে করে কিছুটা অস্থিরতা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগকারীদের মধ্যে নানা ধরনের ভয়-ভীতি ছড়িয়ে পড়েছে। ফলে পুঁজিবাজারে তার নেতিবাচক প্রভাব পড়েছে।