গত ৭ অক্টোবর ইসরায়েলে আচমকা হামলা চালিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। হামলার শুরুতেই কয়েক হাজার রকেট নিক্ষেপ করেছিল তারা। এখনো ইসরায়েলে নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি। চতুর্দিক থেকে সর্বাত্মক অবরোধ দিয়েও দমানো যায়নি তাদের।
প্রায় তিন সপ্তাহ ধরে ইসরায়েলের সঙ্গে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছেন হামাস যোদ্ধারা। এতে ইসরায়েলের মতো তাদেরও বিপুল অর্থ ব্যয় হচ্ছে সন্দেহ নেই। কিন্তু এই অর্থের উৎস কোথায়? কোথা থেকে বিপুল এই অর্থ পাচ্ছে গোষ্ঠীটি?