জাতিসংঘের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ভিসা না দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। হামাসের ৭ অক্টোবরের হামলা ‘শূন্য থেকে হয়নি’ বলে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মন্তব্যের পরদিন এই সিদ্ধান্ত জানিয়েছে দেশটি।
জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাড এরডান আজ বুধবার দেশটির সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমাদের জাতিসংঘকে ধাক্কা দেওয়া দরকার।’ তিনি জানিয়েছেন, জাতিসংঘের জরুরি মানবিক ত্রাণ বিষয়ক সমন্বয়ক মার্টিন গ্রিফিথ ইসরায়েলে আসতে চেয়েছিলেন। তাঁকে ভিসা দেওয়া হয়নি।
এরডান বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আমি তাঁদেরকে প্রত্যাখ্যানের বিষয়টি জানিয়েছি।’