সিরিয়ায় সামরিক অবস্থানে ইসরায়েলের হামলা, ৮ সেনা নিহত

দেশ রূপান্তর প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩, ১৪:৩৮

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইরান সমর্থিত লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লার সাথে সংঘাতের পাশাপাশি সিরিয়াতেও হামলা চালাচ্ছে ইসরায়েল।


বুধবার মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে করে ৮জন সিরীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ সেনাসদস্য।


স্থানীয় সময় বুধবার (২৫ অক্টোবর) গভীর রাতে সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বিমান হামলার ফলে হতাহতের এই ঘটনা ঘটে।


সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি ও আল জাজিরা।


সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ০১টা ৪৫ মিনিটে এই হামলার চালায় ইসরাইয়েলি বাহিনী।


এছাড়া, ইসরায়েলের সেনাবাহিনীও নিশ্চিত করেছে যে তারা সিরিয়ার লক্ষ্যবস্তুতে হামলা করেছে। তারা জানায় যে সীমান্তের ওপারে রকেট ছোড়ার পর এর ফাইটার জেটরা সামরিক অবকাঠামো এবং মর্টার লঞ্চারগুলিতে হামলা চালিয়েছে।


তবে এর বেশি আর কোনও তথ্য দেয়নি ইসরায়েলি সামরিক বাহিনী। এছাড়া সিরিয়া সরকার এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us