বিশ্বের বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ডলারকে অস্ত্র হিসেবে অতিমাত্রায় ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র। ফলে বিশ্বের বিভিন্ন দেশই এখন নিষেধাজ্ঞার প্রভাব কাটাতে ডলারে কম লেনদেনের দিকে ঝুঁকেছে। গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সের টুইটার স্পেসে প্রখ্যাত মার্কিন উদ্যোক্তা ডেভিড স্যাচের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ইলন মাস্ক।
টেসলা, স্পেসএক্স ও এক্সের মালিক ইলন মাস্ক বলেন, ‘আপনারা এখন দেখবেন যে, বিশ্বের অনেক দেশই ডি-ডলারাইজেশন বা ডলারে লেনদেন কমানো বা বাতিল করার দিকে এগিয়ে যাচ্ছে। কারণ, আমরাই (যুক্তরাষ্ট্র) এমনটা করতে বাধ্য করেছি। এমনকি (যুক্তরাষ্ট্রের চির বৈরী বলে পরিচিত) রাশিয়া, চীন ও ইরান ছাড়াও আরও অনেক দেশই এই পথে হাঁটছে।’