ফারমার্স ব্যাংকের আর্থিক অনিয়মে গ্রেপ্তার মাহবুবুল হক চিশতী, মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার জেড এম সালেহীন এবং ডেসটিনির অর্থ আত্মসাতের মামলায় দণ্ডিত ওমর ফারুকসহ অনেকে বর্তমানে কারাগারের বদলে হাসপাতালে আছেন। তাঁদের কারও ছত্রাক সংক্রমণ, কারও পেটে ব্যথা, কারও ডায়ালাইসিসের প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে। হাসপাতালে থাকায় তাঁদের কারও কারও বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ নিয়ে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ দফায় দফায় হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিচ্ছে। তারপরও হাসপাতালে থাকায় এই আসামিদের আদালতে হাজির করা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। তারা বলেছেন, হাসপাতালে আরাম–আয়েশে থাকা এবং বিচার কার্যক্রম ব্যাহত করতে অনেক আসামি কৌশল করে হাসপাতালে থাকার চেষ্টা করছেন।