যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন, গাজায় হামাস-ইসরায়েল সংঘাত যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে কাজ করবেন।
তিনি বলেন, এই কাউন্সিলের সদস্যদের, বিশেষ করে স্থায়ী সদস্যদের সংঘাতের বিস্তার রোধে বিশেষ দায়িত্ব রয়েছে। এজন্য আমি চীনের সঙ্গে আলোচনার জন্য উন্মুখ।জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ কথা বলেন ব্লিংকেন। খবর-বিবিসি
ওয়াং ইয়ের বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে। যদিও তার এ সফরের উদ্দেশ্য আগামী মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দেশটিতে আনুষ্ঠানিক সফরের প্রস্তুুতির ক্ষেত্র তৈরি করা, তবে মধ্যপ্রাচ্যের এই সংকট ওই সফরের আলোচ্য সূচিতে থাকবে বলে আশা করা হচ্ছে।