ইসরায়েল ও হামাসের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধকে ঘিরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের অনেক দেশের ইসলাম ধর্মাবলম্বীদের মতো ব্রিটেনের মুসলিমদের একাংশও ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছেন। সম্প্রতি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনসহ বার্মিংহাম, কার্ডিফ এবং বেলফাস্টে ফিলিস্তিনের পক্ষে বিশাল আকারের মিছিল হয়েছে। সেসব মিছিলে উচ্চারিত বিভিন্ন স্লোগানে অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ এবং ইহুদি ধর্মাবলম্বীদের প্রতি খোলাখুলিভাবে ঘৃণা জানানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য পুলিশ।
গত শনিবার শুধু লন্ডন ও তার আশপাশের এলাকায় প্রায় ১ লাখ মানুষ ফিলিস্তিনি মুসলিমদের প্রতি সহমর্মিতা জানিয়ে মিছিল করেন। সোমবার এক বিবৃতিতে ঋষি সুনাক বলেন, ‘শনিবার আমরা যুক্তরাজ্যের সড়কে জিহাদের ডাক এবং ইহুদিদের প্রতি ঘৃণা লক্ষ্য করেছি। জিহাদের আহ্বান কেবল যুক্তরাজ্যে বসবাসরত ইহুদি ধর্মাবলম্বীদের জন্যই নয়, আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের জন্যও বড় হুমকি। আমরা কখনও আমাদের দেশে ইহুদিবিদ্বেষ সহ্য করব না।’