শুধু স্মার্টফোনই নয়, গাড়িও হ্যাক হতে পারে যে কোনো মুহূর্তে। বর্তমানে প্রযুক্তি অনেক উন্নত। ফলে হ্যাকারদের জন্য গাড়ি হ্যাক করা খুবই সহজ ব্যাপার।
আধুনিক যানবাহনগুলি বিভিন্ন আধুনিক ফিচার দিয়ে সজ্জিত। মূলত আধুনিক গাড়িকে বিশালাকার চলমান কম্পিউটার করে তোলে। এই সব গাড়িতে বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় ফিচার রয়েছে, যা হ্যাকিংয়ের পক্ষে সুবিধাজনক। তাই এই ধরনের হ্যাকিং থেকে নিজেদের গাড়িকে সুরক্ষিত রাখতে মেনে চলতে হবে কয়েকটি নিয়ম।
গাড়ি হ্যাকিং থেকে বাঁচতে যেসব সতর্কতা মানবেন জেনে নিন-
>> বাড়ির ঠিকানা জিপিএসে দেবেন না। এটি আপনার জন্য খুব সুবিধাজনক হলেও এটি হ্যাকারদের সহজেই যে কোনো বাড়ি খুঁজে পেতে অনুমতি দেবে। একইভাবে হ্যাকাররা সেই গাড়ির সিস্টেমে প্রবেশ করতে পারে। তাই বাড়ির ঠিকানা গাড়ির জিপিএসে দেওয়া থেকে বিরত থাকা উচিত।
>> গাড়িতে কোনো কোনো গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড না রাখাই ভালো। যদি কেউ কারও গাড়িতে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে প্রবেশ করে এবং গাড়িতে থাকা পাসওয়ার্ড খুঁজে পায়, তাহলে সেই ব্যক্তি সেটি অ্যাক্সেস করতে পারবে।