বিদ্যুচ্চালিত যানবাহন, সেমিকন্ডাক্টরের মতো গুরুত্বপূর্ণ খাতের জন্য ভর্তুকি নীতিমালা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করার পরিকল্পনা করেছে জাপান।
দেশটির শিল্প মন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা মঙ্গলবার এই পরিকল্পনার কথা বলেছেন জাপানের সংবাদপত্র নিক্কেইয়ের সঙ্গে আলাপে।
এইসব খাতে সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ ধরে রাখার লক্ষ্যে আলোচনা শুরু হতে পারে এ বছর থেকে। আর নতুন কাঠামোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাঁচামাল সরবরাহে সরকারি সহায়তার পাশাপাশি ‘গ্রিন ট্রান্সফর্মেশনে’ও বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে নিক্কেই।
‘গ্রিন ট্রান্সফর্মেশন’ এমন এক প্রক্রিয়া, যেখানে সম্পদ সুরক্ষিত রেখেই বিভিন্ন সাম্প্রতিক ব্যবসার কার্যক্রম, পণ্য, ব্যবসায়িক মডেল ও সংস্কৃতিকে কার্যকরী উপায়ে পরিবেশবান্ধব লক্ষ্যে রূপান্তর করা সম্ভব।