সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ভক্ত-অনুসারী কম। নিজেই বলেন, ‘আমার পিআর (পাবলিক রিলেশন) জিরো।’ ফেসবুকে বেশি অনুসারী না থাকায় বাদ পড়েছেন অনেক কাজ থেকেই। তবে মজার ব্যাপার, কাজী নওশাবা আহমেদ পশ্চিমবঙ্গের সিনেমায় সুযোগ পেয়েছেন ফেসবুক সূত্রেই। মুঠোফোনে প্রথম আলোর সঙ্গে কথা হয় অভিনেত্রীর। সম্প্রতি শুটিং সেরে দেশে ফিরেছেন। আলাপচারিতায় উঠে আসে পশ্চিমবঙ্গের সিনেমার কাজ, এক যুগের বেশি সময়ের ক্যারিয়ার আর নানা বিষয়ে তাঁর পর্যবেক্ষণ।
সামাজিক যোগাযোগ
অনীক দত্তর সিনেমা ‘অপরাজিত’ কলকাতায় দেখেছিলেন নওশাবা। দেখার পর নিজের ভালো লাগার কথা জানিয়ে পরিচালকের ফেসবুক মেসেঞ্জারে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন। পরিচালক তাঁর ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করবেন কি না, এই বার্তা কবে চোখে পড়বে, জানতেন না তিনি। বাবাকে নিয়ে নিয়মিত ফেসবুকে লেখালেখি করেন নওশাবা। চলতি বছরের শুরুর দিকে হঠাৎ লক্ষ করেন, তাঁর পোস্টে অনীক দত্ত নামে একজনের প্রতিক্রিয়া।