টিসিবির পণ্য যেন ‘সোনার হরিণ’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩, ১৩:৪২

ভোরের আলো তখনো ফোটেনি, আবছা অন্ধকার। তখন থেকেই পূর্ব রামপুরার ১৩৮-১৯/২ নম্বর দোকানের সামনে চার নারীর অপেক্ষা, কখন খুলবে দোকান। শুরুতে এই চারজন থাকলেও আধাঘণ্টার মধ্যেই সেখানে ২০ জনের মতো নারী-পুরুষ হাজির হন। দোকানটি এই এলাকার টিসিবির ডিলারের বিক্রয়কেন্দ্র। আজ থেকে সেখানে পণ্য বিক্রি শুরু হওয়ার কথা। সেজন্যই ভোর থেকে কম দামে পণ্যের আশায় এসব মানুষের অপেক্ষা।


সেখানে কথা হয় প্রথমে আসা আঞ্জুয়ারার সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ‘বাড়ির চ্যাল শ্যাষ (চাল শেষ)। আজ মাল দিবো শুনছি। আগে-ভাগে পাইলে খাওন শ্যাষ করে কামে যাওন যাইতো। তাই নামাজ পড়েই আইছি।’


আরেক নারী হালিমা খাতুন বলেন, ‘পরে আইলে মাল পাওন যায় না। আবার ছুটা কামে যাওন লাগবো ৯টার মধ্যে। ওইদিন (গত মাসে বিক্রি কার্যক্রমের সময়) সকাল ৭টায় আইসা সামনে যত্ত বড় লাইন, মাল পাইতে তিন ঘণ্টা লাগছে। বৃষ্টিতে ভিজনও লাগছে। কামে যাইতে পারিনি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us