চার শিশুর একটি উচ্চঝুঁকিতে

কালের কণ্ঠ প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩, ১০:১৬


চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত এক হাজার ২৭২ জনের প্রাণ গেছে। এর মধ্যে ১৫ বছর পর্যন্ত শিশুর সংখ্যা ১৩৮। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি শিশু ডেঙ্গু রোগীদের ওপর চালানো এক সমীক্ষায় দেখা গেছে, প্রতি চার শিশুর একজনের ডেঙ্গুর উচ্চঝুঁকি বা শক সিনড্রোম ছিল।


চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৭৮১ শিশুর ওপর চালানো এই সমীক্ষায় দেখা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত শিশুদের মধ্যে ২৬৯ (৩৪.৪%) জনের ডেঙ্গু ফিভার, ২৩৫ (৩০.০%) জনের বিপজ্জনক উপসর্গসহ জ্বর, ১৯৩ (২৪.৭%) জনের ডেঙ্গু শক সিনড্রোম ও ৮৪ (১০.৯%) জনের ডেঙ্গু হেমোরেজিক ফিভার ছিল।


সমীক্ষাটি পরিচালনা করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইফফাত আরা শামসাদ, অধ্যাপক ডা. লুত্ফন নেসা ও কনসালট্যান্ট ডা. নূসরাত জাহান পাপড়ি।


ফ্লুইড ব্যবস্থাপনা মুখ্য


অধ্যাপক ডা. লুত্ফন নেসা কালের কণ্ঠকে বলেন, ‘ডেঙ্গু হেমোরেজিক ফিভার ও ডেঙ্গু শক সিনড্রোম—এ দুটিই ঝুঁকিপূর্ণ। শকে যারা যায়, তাদের কিডনি, লিভার, ফুসফুস—এসব আক্রান্ত হয়। আরেকটি দিক হচ্ছে রক্তপাত হওয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us