অতিধনীদের মোট সম্পদে কর আরোপের প্রস্তাব

বণিক বার্তা প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩, ০৯:৩২

অতিধনীদের আয়ে নয়, মোট সম্পদের ওপর কর আরোপের প্রস্তাব দিয়েছে প্যারিস স্কুল অব ইকোনমিকসের গবেষণা প্রতিষ্ঠান ইইউ ট্যাক্স অবজারভেটরি। প্রস্তাবটি বাস্তবায়ন হলে বার্ষিক ২৫ হাজার কোটি ডলার বাড়তি কর সংগ্রহ করা সম্ভব। আর এ তহবিল শিক্ষা ও প্রযুক্তি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং জলবায়ু সংকট মোকাবেলার মতো খাতগুলোয় ব্যয় করা যেতে পারে। খবর রয়টার্স


ইইউ ট্যাক্স অবজারভেটরির ১০০ সদস্যের করা একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে গতকাল। তারা সেখানে বৈশ্বিক ন্যূনতম বার্ষিক কর ২ শতাংশ ধার্য করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আগের মতো আয়ের ওপর শুল্কারোপ না করে সম্পদের ওপর কর ধার্য করতে অনুরোধ জানানো হয়। প্রস্তাবনাটি আনা হয়েছে ২০২১ সালে ১৪০ দেশ ও অঞ্চলের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী। সে সময় বৈশ্বিক বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর ওপর ন্যূনতম কর ১৫ শতাংশ ধার্য করা হয়। অবজারভেটরি প্রধান গাব্রিয়েল জাকম্যান বলেন, ‘দেশগুলো সম্মত হলে অতিধনীদের সম্পদের ওপরও কর ধার্য করা সম্ভব। বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে করের আওতায় আনার পরবর্তী পদক্ষেপও হতে পারে এটি।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us