নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে কানাডার নাগরিকদের আবার ভিসা দেওয়া শুরু করবে ভারত। সেই প্রক্রিয়া ‘শিগগিরই’ শুরু হতে পারে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার সন্দেহের অভিযোগ ওঠার পর ভারত কানাডা থেকে সব ধরনের ভিসা ইস্যু বন্ধ রাখে। গত মাসে কানাডার সংসদে ওই অভিযোগ এনেছিলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
নিজ্জর হত্যার জন্য দায়ী করে ভারতীয় রাষ্ট্রদূত ও কূটনীতিকদের ছবি দিয়ে সে দেশে অবস্থানরত খালিস্তানি সমর্থকেরা পোস্টার-ব্যানার টানিয়েছিল। কানাডা এক ভারতীয় কূটনীতিককে বহিষ্কারও করে। সেই থেকে কানাডার নাগরিকদের জন্য ভারতের ভিসা বন্ধ রয়েছে। গত রোববার দিল্লিতে কৌটিল্য ইকোনমিক কনক্লেভে অংশ নিয়ে জয়শঙ্কর বলেন, কানাডায় ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তাজনিত পরিস্থিতির উন্নতি হলে সে দেশের নাগরিকদের ভিসা দেওয়া আবার শুরু হতে পারে।