ফিলিস্তিনে ইসরায়েল শুধু মানুষ নয়, হত্যা করছে জলপাইগাছও। ফিলিস্তিনিদের বিশ্বাস আর অস্তিত্বের অংশ জলপাই নিয়ে বিভিন্ন সূত্রের সহায়তায় লিখেছেন সালাহ উদ্দিন শুভ্র
আরব বিশ্বে বছরের প্রথম বৃষ্টিকে মনে করা হয় ‘আল্লাহর অশেষ রহমত’ হিসেবে। কারণ এর পরপরই শুরু হয় জলপাই সংগ্রহ। বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত সূর্যতাপ আর রুক্ষ আবহাওয়ায় অন্যসব গাছ পাতা ঝরে ন্যাড়া হয়ে যায়। একমাত্র জলপাইগাছ দাঁড়িয়ে থাকে তার সমস্ত সৌন্দর্য নিয়ে। জলপাইয়ের ডালে ডালে তখন ঝুলতে থাকে সবুজাভ আশা, স্বপ্ন আর লড়াইয়ের প্রতীক। এ জলপাই সংগ্রহ আরবদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। পরিবারের সবাই তখন একসঙ্গে জলপাই কুড়াতে থাকে। যা তাদের ঐতিহ্য, নিষ্ঠা, পরিশ্রম আর একাত্ম হওয়ার উৎসবে পরিণত হয়।