দীর্ঘ বিরতির পর সম্প্রতি ‘ডোডোর গল্প’ সিনেমা দিয়ে শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী পরীমণি। সরকারি অনুদানের এই সিনেমাটি নির্মাণ করছেন রেজা ঘটক। রাজধানীর ইস্কাটনের একটি শুটিং হাউসে চলছে সিনেমাটির দ্বিতীয় লটের শুটিং। সেখানেই রোববার সন্ধ্যায় শুটিংয়ের ফাঁকে নিজের চলমান ব্যস্ততা, আগামী কাজ ও সিনেমা প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছেন পরীমণি।
যেখানে অভিনেত্রী জানান, গল্প বাছাইয়ে এখন অনেকটাই সচেতন তিনি। পরী বলেন, নেমার গল্প বাছাইয়ে এখন অনেকটাই সচেতন আমি। আগে ১০ টা কাজের মধ্যে আমি ৯ টা কাজই না ভেবে করে ফেলেছি। কেউ হয়তো বলল, ‘মা, একটু কাজটা করে দাও’; এরকম বহু কাজ করা হয়েছে। প্রফেশনের বাইরে গিয়ে ব্যক্তিগত খাতিরে কাজগুলো করে দিয়েছি। কিন্তু আমি এখন খুব ‘না’ বলা শিখেছি। এখন স্ট্রংলি ‘না’ বলতে পারি।