কমতে পারে চিনির শুল্ক

আজকের পত্রিকা প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৩, ১৩:১১

বাজারে চিনির দাম সহনীয় রাখতে আমদানিতে বিদ্যমান নিয়ন্ত্রণমূলক শুল্ক কমতে পারে। বর্তমানে চিনিতে নিয়ন্ত্রণ মূলক শুল্ক রয়েছে ৩০ শতাংশ। তা ১০ শতাংশ কমতে পারে। আর চলতি সপ্তাহেই শুল্ক কমানোর ঘোষণা আসতে পারে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।


বিশ্ববাজারের দোহাই দিয়ে প্রায় দুই বছর চিনির দাম ঊর্ধ্বমুখী। বর্তমানে বিশ্ববাজারে দাম কমে এলেও স্থানীয় বাজারে এর সুফল মিলছে না। এনবিআর জানায়, বর্তমানে আমদানিকারকদের ১৫ শতাংশ ভ্যাট, ৩০ শতাংশ রেগুলেটরি ডিউটি এবং ২ শতাংশ অগ্রিম আয়কর ছাড়াও প্রতিটন চিনিতে নির্দিষ্ট ৩ হাজার টাকা কর দিতে হয়।


জানা যায়, গত মে মাসে এক লাফেই চিনিতে বাড়ানো হয় ১৬ টাকা। টিসিবির তথ্য বলছে, সবশেষ গত শনিবার সংস্থাটি এক কেজি চিনি বিক্রি করে ১৩৫ টাকা দামে।


আমদানিকারকেরা জানান, সব মিলিয়ে প্রতি কেজি চিনি ভোক্তার হাতে পৌঁছা পর্যন্ত সার্বিক ট্যাক্স দাঁড়ায় প্রায় ৬৫ শতাংশ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us