প্রধানমন্ত্রীর উপহার হিসেবে হার্টে রিং পেয়েছেন এক অসহায় মাছ বিক্রেতা এবং আরেক গাড়িচালক। তাদের মধ্যে গ্রামের মাছ বিক্রেতা আবু তাহেরকে (৫৫) দুইটি এবং গাড়িচালক শরিফুল ইসলাম (৫৯) একটি রিং পরানো হয়েছে।রোববার (২২ অক্টোবর) হৃদরোগ ইনস্টিটিউটে অস্ত্রোপচারের মাধ্যমে দুইজনকে তিনটি রিং পরিয়ে দেওয়া হয়। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনের নেতৃত্বে একদল চিকিৎসক অস্ত্রোপচার সম্পন্ন করেন।
এ বিষয়ে অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, গত ২৬ জুলাই প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অসহায় রোগী সেবা তহবিলে ৭ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। এরপর আজই আনুষ্ঠানিকভাবে রিং লাগানো শুরু হয়েছে। প্রথম দিনে দুইজন অসহায় রোগীকে রিং পরানো হয়েছে। এর মধ্যে একজন আবু তাহের, যার বাড়ি বরিশাল জেলার হিজলা থানায়। আর অন্যজন হলেন শরিফুল ইসলাম, যার বাড়ি ঢাকার বাড্ডার শাহজাদপুর এলাকায়।