পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১০ হাজার ৪০০ টাকা করার যে প্রস্তাব রেখেছেন মালিকরা, সেটির বিরোধিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট।
রোববার বিকালে রাজু ভাস্কর্যে পাদদেশে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে সর্বনিম্ন মজুরি ২৫ হাজার টাকা করার দাবি জানানো হয়।
এদিনই ঢাকার সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়, যে সভায় ন্যূনতম মজুরি ২০ হাজার ৩৯৩ টাকা করার প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। তবে মালিকপক্ষ সেই প্রস্তাবের প্রায় অর্ধেক ১০ হাজার ৪০০ টাকা করার প্রস্তাব রাখেন।