মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য রাখতে মুদ্রানীতি প্রণয়ন ও প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। আধুনিক প্রক্রিয়ার অংশ হিসেবে এবার মনিটারি পলিসি কমিটি পুনর্গঠন করা হচ্ছে। নতুন কমিটিতে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কর্মকর্তা ছাড়াও তিনজন বিশেষজ্ঞ যুক্ত করা হবে। এছাড়া তিন ডেপুটি গভর্নরকে বাদ দিয়ে কমিটির আকারও ছোট করা হচ্ছে।
রোববার (২২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।
মুদ্রানীতি প্রণয়নে বর্তমানে ৯ সদস্যের কমিটি রয়েছে। এ কমিটির প্রধান গভর্নর। বাকী ৮ সদস্যের মধ্যে আছেন- চার ডেপুটি গভর্নর, প্রধান অর্থনীতিবিদ, বিএফআইইউ প্রধান, মুদ্রানীতি বিভাগের নির্বাহী পরিচালক ও পরিচালক।