আবারও সেঞ্চুরি ও টার্গেট একই বিন্দুতে মিলেছিল। শেষ দিকে ব্যবধান কমে ভারতের লক্ষ্য ছিল ৫ রানের, আর বিরাট কোহলির সেঞ্চুরি করতেও লাগতো সমান রান। কিন্তু ম্যাট হেনরির তৃতীয় বলে ফ্লিক করে মিডউইকেটে গ্লেন ফিলিপসের ক্যাচ হলেন। সেঞ্চুরি করে কোহলির উদযাপনের দৃশ্য দেখার রোমাঞ্চকর অপেক্ষার অবসান ঘটলো আক্ষেপে। শচীন টেন্ডুলকারকে ছোঁয়া হলো না ডানহাতি ব্যাটারের। তবে দল ৪ উইকেটের জয় পেয়েছে ১২ বল হাতে রেখে।
চলতি বিশ্বকাপে আবারও ব্যাটিং শক্তি দেখালো ভারত। আরেকবার মন্ত্রমুগ্ধ ব্যাটিংয়ে ধর্মশালায় দেশের সমর্থকদের উচ্ছ্বাসে ভাসালেন বিরাট কোহলি। নির্ভার ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের জয়যাত্রা থামালেন ডানহাতি ব্যাটার, আর অব্যাহত রাখলেন ভারতের সাফল্য।