চুক্তির মেয়ার এক বছর চার মাস বাকি থাকতেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরীকে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আশরাফুল আলমের সই করা ওই প্রজ্ঞাপনে লেখা হয়েছে, 'মনজুর আহমেদ চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ জনস্বার্থে বাতিল করা হলো।'
যদিও কোন 'জনস্বার্থে' তাকে সরিয়ে দেওয়া হলো তা ওই প্রজ্ঞাপনে উল্লেখ নেই। এমনকি জনস্বার্থ বলতে কী বুঝায়, সেটি বাংলাদেশের সংবিধানেও উল্লেখ নেই।
অথচ যখনই কাউকে কোথাও নিয়োগ বা বদলি করা হয়, কিংবা তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়, সেখানে সব সময়ই এই 'জনস্বার্থ' শব্দটি উল্লেখ করা হয়। অথচ 'জনস্বার্থ' বলতে কার স্বার্থ, সেটা অনেক সময়ই বোঝা যায় না।
তবে, কিছু কিছু ক্ষেত্রে আন্দাজ করা যায়। সরকারি চাকরি আইন-২০১৮ তে বিভিন্ন শব্দের যে ব্যাখ্যা বা সংজ্ঞা দেওয়া হয়েছে, সেখানেও 'জনস্বার্থ' বলতে কী বোঝানো হবে, তার উল্লেখ নেই। তার মানে কি এই যে, সরকার বা রাষ্ট্র যেটিকে 'জনস্বার্থ' বলে মনে করবে, সেটিই 'জনস্বার্থ'?