নিয়োগ পরীক্ষায় স্ত্রী, সার্বিক তত্ত্বাবধান কমিটিতে স্বামী

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩, ১২:০৭

ভর্তি বাণিজ্য, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ যেন পিছু ছাড়ছে না বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)। এর আগে নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠে খোদ উপাচার্যের বিরুদ্ধে। এবার বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষার কমিটিতেও নিকটাত্মীয় থাকার অভিযোগ উঠেছে।


পরীক্ষার সার্বিক তত্ত্বাবধান কমিটিতে ছিলেন হাসপাতালের এক মেডিকেল অফিসার। তার নাম ডা. শাহ নিজাম উদ্দিন শাওন। নিয়োগ পরীক্ষায় তার স্ত্রী পরীক্ষার্থী হলেও কমিটিতে ছিলেন তিনি। অথচ বিএসএমএমইউয়ের নিয়ম অনুযায়ী, কোনো নিকটাত্মীয় পরীক্ষার্থী হলে বিশ্ববিদ্যালয়ের কোনো অধ্যাপক, শিক্ষক অথবা কর্মকর্তা ওই পরীক্ষার কোনো দায়িত্বে থাকতে পারবেন না।
হাসপাতাল সূত্র বলছে, সর্বশেষ গত শুক্রবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষায় স্ত্রী পরীক্ষার্থী থাকলেও কমিটিতে ছিলেন ডা. শাহ নিজাম উদ্দিন শাওন। বিএসএমইউয়ের গত ৭ অক্টোবর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দেখা যায়, পরীক্ষা সার্বিক তত্ত্বাবধানে কমিটির ১১ নম্বর সদস্য হলেন ডা. শাহ নিজাম উদ্দিন শাওন। স্মারক নম্বর বিএসএসএমএমইউ/২০২৩/১২৯৯৬।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us