রাজনৈতিক উত্তাপের মধ্যে সংসদের শেষ অধিবেশন

সমকাল প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩, ১১:২৪

মাঠের রাজনীতিতে তীব্র উত্তাপের মধ্যেই আজ রোববার বসছে একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন। জাতীয় সংসদের পাঁচ বছরের মেয়াদ শেষ হয়ে এলেও সংসদীয় কার্যক্রম আসলে কতটুকু কার্যকর এবং নির্বাহী বিভাগের জবাবদিহি কতটুকু নিশ্চিত করা সম্ভব হয়েছে– সেই প্রশ্ন উঠছে জোরালোভাবেই। সমালোচকরা বলছেন, কার্যকর বিরোধী দলের অভাবে প্রায় পুরো মেয়াদেই সংসদ ছিল কার্যত প্রাণহীন।


বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হবে। মাঠের রাজনীতির উত্তাপের আঁচ সংসদের বৈঠকে প্রভাব ফেলার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, ‘নির্বাচনকালীন নির্দলীয় সরকারের’ দাবিতে রাস্তায় ধারাবাহিক কর্মসূচি পালন করে আসা বিএনপির সদস্যরা ইতোমধ্যেই সংসদ থেকে পদত্যাগ করেছেন। তবে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সদস্যরা ‘গঠনমূলক বিরোধিতার’ মাধ্যমে সরকারকে সহযোগিতা করে আসছেন বলে দাবি করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us