ফেরার ম্যাচে মায়ামিকে জেতাতে পারেননি মেসি, অফসাইডের কারণে বাতিল তাঁর গোল

প্রথম আলো প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩, ১০:৪৭

মেজর লিগ সকারের (এমএলএস) প্লে অফ থেকে ইন্টার মায়ামি ছিটকে গেছে আগেই। শার্লটের বিপক্ষে আজকে লিগের শেষ ম্যাচটি তাই ছিল শুধুই নিয়মরক্ষার। সেই নিয়মরক্ষার লড়াইয়ে আজ ইন্টার মায়ামির হয়ে মাঠে ফিরেছেন লিওনেল মেসিও। এদিন শুরু থেকেই মেসিকে মাঠে পেয়েছে মায়ামি।


কিন্তু মেসির ফেরাও মায়ামিকে জেতাতে পারেনি। শার্লটের কাছে মায়ামি হেরেছে ১–০ গোলে। ১৩ মিনিটে কেরউইন ভারগাসের করা গোলটিই জয় এনে দিয়েছে শার্লটকে। এই হারে লিগে শেষ ৬ ম্যাচ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৭ ম্যাচে জয়হীন থাকল মায়ামি। যেখানে ২১ সেপ্টেম্বরের পর আর কোনো জয়ের দেখা পাননি মেসিরা।

এদিন প্রতিপক্ষের মাঠে বল দখলে এগিয়ে ছিল মায়ামি। কিন্তু আক্রমণ ও সুযোগ তৈরিতে মায়ামির সঙ্গে পাল্লা দিয়েছে শার্লটও। মায়ামিকে তারা দিয়েছে লিগে দশম হারের তেতো স্বাদ। ম্যাচের দ্বিতীয় মিনিটেই অবশ্য এদিন এগিয়ে যেতে পারত মায়ামি। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় সেই গোল। মায়ামি না পেলেও ১৩ মিনিটে ঠিকই গোল পায় শার্লট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us