আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ সফল করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এ নিয়ে মতবিনিময় সভা ও বৈঠক করছেন দলটির নেতারা। মহাসমাবেশের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি চেয়ে গতকাল শনিবার লিখিত আবেদন করা হয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা মহাসমাবেশটি করতে চান।
এদিকে মহাসমাবেশের কর্মপরিকল্পনা ঠিক করতে আজ রোববার দলের যৌথ সভা ডাকা হয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠকে দলের সিনিয়র নেতা ছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা উপস্থিত থাকবেন।
বিএনপি নেতারা বলছেন, নয়াপল্টনে মহাসমাবেশ করার ব্যাপারে তারা সর্বোচ্চ চেষ্টা চালাবেন। কারণ, ২৮ অক্টোবর সরকারি ছুটি থাকায় যান চলাচল কম থাকবে, জনদুর্ভোগ কম হবে। তা ছাড়া একই স্থানে গত ২৮ জুলাই মহাসমাবেশ ও গত ১৮ অক্টোবর জনসমাবেশ হয়েছে। তাই সরকারের কোনো অজুহাত তারা শুনবে না। তবে গত বছরের ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশের আগে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার মতো কিছু যাতে না ঘটে, সেদিকে নজর রাখছেন তারা।