ডেঙ্গু কেড়ে নিল শিক্ষিকার প্রাণ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩, ২০:১৫

নাটোরের লালপুর উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হোসনেয়ারা খাতুন হীরা (৪০) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আট্টিকা গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী। উধনপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।


বিদ্যালয় সূত্রে জানা যায়, হোসনেয়ারা খাতুন সাত দিন আগে জ্বরে আক্রান্ত হন। তিনি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত চিকিৎসা নিতেন। সেখানে গতকাল ডেঙ্গু পরীক্ষা করলে তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেদিন রাতেই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে তিনি মারা যান।


লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ হযরত আলী তার মৃত্যুতে শোক প্রকাশ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us