দিল্লিতে ৪২৮ রান, মুম্বাইয়ে ৩৯৯। এবারের ওয়ানডে বিশ্বকাপে প্রতিপক্ষকে আরও একবার রান বন্যায় ভাসাল দক্ষিণ আফ্রিকা। এবার তাদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ব্যাটিং-স্বর্গে আজ ইংল্যান্ড টসে জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। আর সে সুযোগটা দুই হাতে লুফে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
৭ উইকেট হারিয়ে ৩৯৯ রান করেছে তারা। রিজা হেনড্রিকস (৮৫), রেসি ফন ডার ডুসেনের (৬০) অর্ধশতকের পর হাইনরিখ ক্লাসেন (১০৯) ও মার্কো ইয়ানসেনের (৭৫) বিস্ফোরক ব্যাটিংয়ে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা।
অথচ প্রোটিয়াদের ইনিংসের শুরুটা প্রত্যাশামতো হয়নি। তিন ম্যাচ খেলে শতক করেছেন দুটিতে। কুইন্টন ডি ককের বিশ্বকাপটা ভালোই কাটছিল। কিন্তু ইংল্যান্ডের শুরুটা ভালো করতে হলে ডি কককে দ্রুত বিদায় করতেই হতো।
খেলা যেহেতু ওয়াংখেড়ে স্টেডিয়ামে, উইকেট ব্যাটিং সহায়ক হলেও নতুন বলে থাকে বাউন্স, কিছুটা সুইংও। ইংল্যান্ড রিচ টপলি ও ডেভিড উইলিকে দলে নিয়েছে সেটি কাজে লাগানোর জন্য। ভাগ্য ভালো, সে পরিকল্পনায় ইংলিশরা সফল হয় এবং সেটা ইনিংসের দ্বিতীয় বলেই। ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি মারার পর সুইং মেশানো দ্বিতীয় বলেও মারতে গিয়ে কট বিহাইন্ড হন ডি কক (৪)।