দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে এডিস মশাবাহিত এই রোগে প্রাণ হারিয়েছেন ২৫৭ জন। আর চলতি বছর দেশে ডেঙ্গুতে ১ হাজার ২৪৬ জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা) ডেঙ্গুতে ঢাকায় ১০ জন এবং ঢাকার বাইরে ১০ জন মারা গেছেন। এ সময় ডেঙ্গু নিয়ে ১ হাজার ৮৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।