পরীক্ষামূলক কার্যক্রমের পর আগামী ১ নভেম্বর থেকে চালু হচ্ছে চ্যাটজিপিটির মতো মাইক্রোসফটের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সফটওয়্যার বা টুল। এটি নিয়ে উদ্বেগও প্রকাশ করছেন অনেকে।
মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট নামের এই এআই সফটওয়্যারটি টিমস মিটিংয়ের সারাংশ লিখে দেবে। ফলে কোনো অংশগ্রহণকারী অংশ না নিয়েও সভা সম্পর্কে জানতে পারবেন। সভার সারাংশ লেখা ছাড়াও এআই টুলটি খুব দ্রুত ই–মেইলের খসড়া, ওয়ার্ড ডকুমেন্ট, স্প্রেডশিটের লেখচিত্র এবং পাওয়াপয়েন্টের উপস্থাপনা (প্রেজেন্টেশন) তৈরি করতে পারবে। কোপাইলট ব্যবহার করতে প্রতি মাসে ৩০ ডলার খরচ করতে হবে এবং টুলটি শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই সচল থাকবে, অফলাইনে ব্যবহার করা যাবে না।