সীমান্তে বাংলাদেশি নিহত, তিনদিন পর মরদেহ ফেরত দিল ভারত

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩, ১৬:৫৬

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবক আক্কাস আলীর (৩৫) মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। ঘটনার তিনদিন পর শনিবার (২১ অক্টোবর) দুপুরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে বিএসএফ ও ভারতীয় পুলিশ। এসময় তেঁতুলিয়া মডেল থানা পুলিশ, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনগত গভীর রাতে তেঁতুলিয়ার ইসলামপুর সীমান্তের মেইন পিলার ৪৪৬ এর ৪ নম্বর সাব পিলার এলাকায় কয়েক রাউন্ড গুলি করে বিএসএফ। পরদিন বুধবার সকালে ভারতীয় সীমান্তের ওপারে আক্কাস আলী মরদেহ দেখতে পান স্থানীয়রা। এ ঘটনায় পঞ্চগড় ১৮ বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়। পতাকা বৈঠকে বিএসএফ ভারতের অভ্যন্তরে আক্কাস আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করার কথা জানায় এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ফেরতের আশ্বাস দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us