পূজা দেখতে যাওয়ার আগে যেসব সাবধানতা জরুরি

সমকাল প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩, ১৬:৩৮

প্রকৃতিতে এখন হেমন্তকাল চলছে। হঠাৎ আবহাওয়া পরিবর্তনে অনেকেরই ঠান্ডা-কাশি দেখা দিচ্ছে। এর মধ্যে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গোৎসব। উৎসবের এই সময়ে সুস্থ থাকতে পারাটাই অনেকের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 


পূজার এ সময়ে যাতে অসুস্থ হয়ে না পড়েন সেজন্য কিছু সাবধানতা অবলম্বন জরুরি। যেমন-


পানি পান: ভিড় ও গরমে শরীর চাঙ্গা রাখতে বেরোনোর আগে থেকেই শরীরে পানির জোগান অব্যাহত রাখুন। পথেও সঙ্গে রাখুন পানির বোতল।


খাওয়াদাওয়া: উৎসবের সময় অনেকে হিসাব ছাড়াই খাবার খেতে থাকেন। খাবারে অনিয়ম, ঘোরাঘুরিতে শরীর খারাপ যাতে না হয় সেজন্য খাদ্যতালিকায় রাখুন কিছু পুষ্টিকর খাবার।


আপদকালীন ব্যবস্থা: পূজায় অনেকেই নতুন জুতা কিনেছেন। নতুন জুতো পরে বাইরে বের হতে হঠাৎ দুই পায়ে ফোস্কা পরতেই পারে। আবার ঠাকুর দেখতে গিয়ে ভিড়ের ধাক্কায় পড়ে গিয়ে চোট লাগতে পারে শরীরের কোথাও। আনন্দ মাটি করে মাঝপথে বাড়ি না ফিরে যেতে চাইলে ব্যাগে প্রাথমিক চিকিৎসার ন্যূনতম সরঞ্জা রাখতে পারেন। 


আর্থিক সুরক্ষা: পূজামণ্ডপে গিয়ে ব্যাগ ও পকেট সামলে রাখুন। চেন লাগানো ব্যাগ ব্যবহার করলে চুরির সম্ভাবনা কম। সব টাকা পার্সে না রেখে মোবাইল কভারের মতো  জায়গায় ভাগ করে রাখুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us