লুৎফর রহমান ঢাকার একটি সরকারি কলেজের স্নাতকের শিক্ষার্থী। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও সব শিক্ষাসনদে তাঁর জন্মতারিখ ২০০২ সালের ২৬ জানুয়ারি। তবে জন্মনিবন্ধন সনদে এ তারিখ লেখা ১৯৯৮ সালের ১৬ মার্চ। সম্প্রতি বিদেশে শিক্ষার্থী ভিসার আবেদনের প্রয়োজনে জন্মনিবন্ধনে থাকা বয়স সংশোধনের প্রয়োজন হয় তাঁর।
তবে লুৎফর রহমান চার মাস ধরে নিজ এলাকা শরীয়তপুর ও ঢাকা ঘুরে এ সমস্যার কোনো সুরাহা করতে পারছেন না। এরই মধ্যে ১ অক্টোবর জন্ম ও মৃত্যুনিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে তাঁর জন্মসনদ সংশোধন করা যাবে না বলে ফেরত পাঠানো হয়েছে।
লুৎফর রহমানসহ কয়েকজনের সঙ্গে এ প্রতিবেদকের কথা হয় রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে, যাঁরা জন্মসনদে বয়স সংশোধনের জন্য ঘুরছেন। ‘সার্ভার ডাউন’ সমস্যায় জন্ম ও মৃত্যুনিবন্ধনের নতুন আবেদন ও সংশোধন নিয়ে এখন সমালোচনার মুখে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়। বিশেষ করে জুলাই মাসে লাখ লাখ মানুষের তথ্য ফাঁসের ঘটনার পর সার্ভার ডাউনের সমস্যা চরম আকার ধারণ করেছে।