তেলের অভাবে পাকিস্তানের সরকারি এয়ারলাইনসের ৪৮টি ফ্লাইট বন্ধ

আজকের পত্রিকা প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩, ১১:৪৭

তেল কিনতে না পারায় পাকিস্তান এয়ারলাইনসের (পিআইএ) কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয়েছে। পিআইএর ডেপুটি মুখপাত্র আতহার আওয়ান বলেছেন, ‘জ্বালানি না থাকায় গত মঙ্গল ও বুধবার ৪৮টি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।’


গত বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজকে এ তথ্য জানান এয়ারলাইনসের কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে পিআইএর এক কর্মকর্তা বলেছেন, ‘বকেয়া পরিশোধ না করার কারণে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হয়েছে। কারণ, আর্থিক সংকটের সম্মুখীন পিআইএ সময়মতো পাকিস্তান স্টেট অয়েলকে (পিএসও) বকেয়া পরিশোধ করতে পারছে না।’


এর আগে ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, পিআইএর বকেয়ার পরিমাণ ২৫০ কোটি ডলার, যা তার মোট সম্পত্তির পাঁচ গুণ বেশি। পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বেসরকারিকরণের যে বৃহৎ পরিকল্পনা নেওয়া হয়েছে, তার অংশ হিসেবে এয়ারলাইনসটিকে বিক্রি করে দেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us