ব্রিটিশ জাদুঘরের দুই হাজারেরও বেশি শিল্পকর্ম চুরির ঘটনা সামনে আসার পর কঠোর সমালোচনা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেজন্য জাদুঘরে থাকা সংগ্রহগুলোর সুরক্ষায় ডিজিটালাইজেশনের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। খবর টেক টাইমস।
তদন্ত চলমান থাকলেও জাদুঘর কর্তৃপক্ষ এখনো চুরির সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করতে পারেনি। সেজন্যই ব্রিটিশ জাদুঘর কর্তৃপক্ষ নিজেদের নিরাপত্তা বাড়াতে বিভিন্ন পন্থা অবলম্বন করছে। বর্তমান পরিস্থিতিতে কর্তৃপক্ষ তাদের সম্পূর্ণ স্থায়ী সংগ্রহে থাকা শিল্পকর্ম ও নিদর্শনগুলোকে ডিজিটালাইজড করার পরিকল্পনা হাতে নিয়েছে।