বন্দুকের ট্রিগার চাপার মতো আঙুল হঠাৎ বাঁকা হয়ে গেলে কী করবেন

প্রথম আলো প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩, ১০:৪৩

কোনো কাজ করতে গেছেন, হঠাৎ মনে হলো আঙুল আটকে (লক) গেছে। কিছুতেই আর খুলতে পারছেন না। একে বলা হয় ট্রিগার ফিঙ্গার। আঙুলের এই লক হয়ে যাওয়া কোনো আর্থ্রাইটিস বা বাত নয়। এটি হলে হাতে ব্যথা হয় এবং হাতের আঙুল ভাঁজ অবস্থান থেকে আর সহজে সোজা করা যায় না।


কেন হয়


আমাদের হাতের ঐচ্ছিক মাংসপেশি লম্বা রগ বা টেন্ডনের মাধ্যমে হাড়ের সঙ্গে লাগানো থাকে। রগকে বেষ্টিত করে রাখা আবরণটি ফুলে গিয়ে যদি নডিউল বা ক্ষুদ্র পিণ্ডের মতো হয়, তখন আঙুলের মুঠি খুলতে গেলে লক হয়ে যায় এবং বাধাগ্রস্ত হয়। ৪০ থেকে ৬০ বছর বয়সে এ সমস্যা যে কারও হতে পারে। তবে কারও কারও ক্ষেত্রে ঝুঁকি বেশি। যেমন যাঁদের আঙুলের কাজ বেশি করতে হয় (বাগান করা, মেশিন বা টুলস ব্যবহার, বাদ্যযন্ত্র বাজানো, টেনিস খেলা), কিছু অসুস্থতার কারণে (ডায়াবেটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, গেঁটে বাত, অস্টিওআর্থ্রাইটিস, থাইরয়েডের কোনো সমস্যা)। ডায়াবেটিক রোগীদের মধ্যে এটা বেশ পরিচিত সমস্যা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us