সমাজিক যোগাযোগ মাধ্যমে বির্তমানে কমবেশি সবাই সরব। ফেসবুকের ছাতার তলায় পরিচিত কিংবা অপরিচিত মানুষের সঙ্গে আলাপচারিতা খুব সহজেই সম্ভব।
বর্তমানে অধিকাংশ মানুষই ফেসবুক, ইনস্টাগ্রামসহ সামাজিক বিভিন্ন মাধ্যমে সক্রিয় থাকেন। এসব সামাজিক মাধ্যমে অধিকাংশ মানুষেরই একটি করে প্রোফাইল থাকে।
প্রত্যেকটি প্রোফাইলে নিজেদেরকে চেনার জন্য থাকে একটি করে ছবি। যার পোশাকি নাম প্রোফাইল পিকচার। ফেসবুকে অনেকের সঙ্গেই পরিচয় হয়, তবে ঠিকমতো তাদেরকে আর চিনে ওঠা যায় না। মানুষটি আসলে কেমন। তার পছন্দ-অপছন্দ সম্পর্কেও নিশ্চিত হওয়া যায় না।