বিয়ের আগে একাধিক সম্পর্কে জড়িয়েছেন বিবেক। যার মধ্যে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে তার প্রেমের খবর সবচেয়ে বেশি আলোচনার সৃষ্টি করে। এই জুটির সম্পর্ক নিয়ে তখন কম জলঘোলা হয়নি।
সালমান খানের সঙ্গে বিচ্ছেদের পরেই বিবেকের সঙ্গে প্রেমে জড়ান ঐশ্বরিয়া। সেটা জানতে পেরে বিবেককে নাকি হত্যার হুমকিও দিয়েছিলেন বলিউড ভাইজান। এরপরই ক্যারিয়ারের পতন শুরু হয় এই অভিনেতার।