নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার হারে ‘বিস্মিত’ বাটলার

প্রথম আলো প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩, ২১:২৮

নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হারে ‘বিস্মিত’ হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। আগামীকাল মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে এমনটি বলেছেন তিনি।


প্রথম দুই ম্যাচ জিতে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকা ধর্মশালায় ১৭ অক্টোবর মুখ থুবড়ে পড়ে ১২ বছর পর বিশ্বকাপে খেলতে আসা নেদারল্যান্ডসের কাছে। আফগানিস্তানের কাছে ইংল্যান্ডের পর নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার হার—তিন দিনের ব্যবধানে বড় দুটি অঘটন দেখেছে বিশ্বকাপ।


ডাচদের কাছে দক্ষিণ আফ্রিকার হারে তিনি বিস্মিত হয়েছেন কি না, এমন এক প্রশ্নের জবাবে আজ সংবাদ সম্মেলনে বাটলার বলেছেন, ‘হ্যাঁ, বিস্মিত (হয়েছি)। আমার মনে হয়, এমন ব্যাপার ঘটলে আপনি সব সময়ই বিস্মিত হবেন। নেদারল্যান্ডসকে খাটো করছি না মোটেও। তারা দুর্দান্ত একটি ম্যাচ খেলেছে, জয়টা তাদেরই প্রাপ্য ছিল। ফলে আমার মনে হয়, এ ক্ষেত্রে সব সময়ই আপনার প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us