বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বাঁ-পায়ের গোড়ালির ইনজুরিতে পড়েছেন হার্ডিক পান্ডিয়া। মাত্র তিনটি বল করতেই ইনজুরিতে পড়েন তিনি। পরে আর মাঠে নামতে পারেননি।
ম্যাচ চলাকালীন পান্ডিয়ার গোড়ালিতে স্ক্যান করানো হয়েছে। যেখানে তার ইনজুরি ধরা পড়েছে। ডানহাতি এই পেস অলরাউন্ডারকে তাই বিশ্রাম দেওয়া হয়েছে।
ভারত আগামী ২২ অক্টোবর ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে। পান্ডিয়া ওই ম্যাচে খেলতে পারবেন না। বিসিসিআই জানিয়েছে, পান্ডিয়া দলের সঙ্গে ধর্মশালায় যাচ্ছে না।
শুক্রবার বিসিসিআই এক বিবতিতে বলেছে, পান্ডিয়া বাঁ-পায়ের গোড়ালির ইনজুরির কারণে ধর্মশালায় যাচ্ছে না। তাকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং বিসিসিআর-এর মেডিকেল বিভাগ তাকে পর্যবেক্ষণে রাখবে।